বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সারা দেশে বিএনপির হালচাল

সীমাবদ্ধ কেন্দ্রীয় কর্মসূচিতেই

ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি

নির্বাচনের পর কেন্দ্রীয় কর্মসূচি পালনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে ময়মনসিংহ বিএনপি। মহানগর, জেলা উত্তর, দক্ষিণসহ শীর্ষ পদের প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা থাকায় তারা আত্মগোপনে রয়েছেন। এতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ে বিএনপি নেতাদের যাতায়াত কমে গেছে। তবে সর্বশেষ ১৯ জানুয়ারি পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী অনুষ্ঠান করা হয়েছিল দলীয় কার্যালয়ে। কেন্দ্রীয় কর্মসূচি পালন ছাড়া আর কোনো কার্যক্রমে দেখা মিলছে না দলটির নেতা-কর্মীদের। জেলায় হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা থাকায় কারাগার ও আদালতেই সময় যাচ্ছে তাদের। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করে যাচ্ছি। এক্ষেত্রে কোনো বাধা নেই। ২৬ জানুয়ারি এবং পর দিন দ্রব্যমূূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে। সেগুলোও পালন করা হবে। তবে নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে বেশকিছু মিথ্যা মামলার শিকার হওয়া অনেককেই আত্মগোপনে থাকতে হচ্ছে। এ ছাড়া জেল থেকে যারা ছাড়া পাচ্ছেন তাদের জেলগেটে হয়রানি ও ফের গ্রেফতারও করা হচ্ছে।

সর্বশেষ খবর