বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পেনশন বন্ধ বিটিসিএলের ৪ হাজার কর্মীর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী গত দুই মাস ধরে পেনশন পাচ্ছেন না। ২০০৮ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩১ জুলাইয়ের মধ্যে অবসরে যাওয়া বিটিসিএলের ৪ হাজার কর্মীকে নিয়মিতই এ বিপত্তি পোহাতে হয় বলে জানা গেছে।

বিটিসিএল সূত্রে জানা যায়, গত নভেম্বর এবং ডিসেম্বরে পেনশন পাননি বিটিসিএলের ৪ হাজার কর্মী। বিটিসিএল ফান্ড থেকে যাদের পেনশন দেওয়া হয় তারা এ সমস্যায় পড়েছেন। বিটিসিএলের সাবেক ঊর্ধ্বতন হিসাবরক্ষক মো. নুুরুল ইসলাম বলেন, ‘আমরা বঞ্চনার শিকার হচ্ছি। এই নির্দিষ্ট সময়ে অবসরে যাওয়া কর্মীদের পেনশন দেওয়া হয় বিটিসিএল ফান্ড থেকে। এর আগে কিংবা পরে যারা অবসরে গিয়েছেন তারা নিয়মিত রাজস্ব খাত থেকে পেনশন পাচ্ছেন। অথচ একই প্রতিষ্ঠানে কাজ করেও আমাদের এই বৃদ্ধ বয়সে পেনশন পাওয়া নিয়ে দুশ্চিন্তা পোহাতে হয়। আমাদের পেনশন বন্ধ থাকা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দফতরে অসংখ্য আবেদন করেও সমস্যার সমাধান হয়নি। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোসেন বলেন, ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের পেনশনের অর্থ ছাড় ইতোমধ্যে হয়েছে।

আগামী সপ্তাহে এ কর্মীরা তাদের প্রাপ্য পেনশন পেয়ে যাবেন বলে আশা করা যায়।

সর্বশেষ খবর