বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও মাশরাফিসহ পাঁচ হুইপের প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী টানা দ্বিতীয়বারের মতো একই দায়িত্বে থাকছেন। এ ছাড়া হুইপের তালিকায় রয়েছেন মাশরাফি বিন মর্তুজাসহ তিন নতুন মুখ। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে চিফ হুইপসহ সরকারদলীয় হুইপদের নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়।

এদিকে একাদশ সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম এবং জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন দ্বাদশেও বহাল থাকছেন। তাদের সঙ্গে নতুন মুখ হিসেবে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজা, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল। রাষ্ট্রপতির আদেশক্রমে চিফ হুইপসহ সরকারদলীয় হুইপদের নিযুক্ত করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী চিফ হুইপ মন্ত্রীর পদমর্যাদা এবং হুইপরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা, এবং অধিবেশন সুশৃঙ্খলভাবে চলতে স্পিকারকে সহযোগিতা করাই চিফ হুইপ ও হুইপদের কাজ।

সর্বশেষ খবর