বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সাক্ষাৎকার

তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই লক্ষ্য

সামন্ত লাল সেন, স্বাস্থ্যমন্ত্রী

জয়শ্রী ভাদুড়ী

তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই লক্ষ্য

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম লক্ষ্য। কিন্তু সেবা দিতে গিয়ে আমার চিকিৎসক-নার্সের ওপর হামলা হলে তা খুবই দুঃখজনক। নিরাপত্তা না পেলে গ্রামে-গঞ্জে গিয়ে কীভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা সেবা দেবেন। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সিলেটের জৈন্তাপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপরে যে বর্বরোচিত হামলা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উপজেলা

পর্যায়ে চিকিৎসার উন্নতি হলে ঢাকার হাসপাতালে রোগীর চাপ কমবে। কাজের পরিবেশ ভালো হলে চিকিৎসকরা মফস্বলে কাজ করবেন। গ্রামাঞ্চলে চিকিৎসকরা কেন থাকেন না, তা বুঝতে চিকিৎসকদের কথা শোনা জরুরি। তিনি আরও বলেন, ‘আমি চিকিৎসা খাত নিয়ে অনেক যুদ্ধ করেছি। এখন প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের ডাক্তাররা অনেক মেধাবী, রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে রোগী আমাদের দেশে আসে এমন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই। জীবনে কখনো কোনো অনিয়ম করিনি, কোনো অনিয়ম সহ্যও করব না। আমার একটাই লক্ষ্য, দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো। এটা করতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চাই। আমার সবচেয়ে বড় ফোর্স হচ্ছে আমাদের চিকিৎসক সমাজ, নার্স, ওয়ার্ড বয়। সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা আমার জন্য কঠিন কিছু নয়। আমার চাওয়ার কিছু নেই, আমি ডালভাত খেতে পারলে বাঁচি। কিন্তু আমার একটা স্বপ্ন রয়েছে। আমি চেষ্টা করব স্বাস্থ্যব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার। ডা. সামন্ত লাল সেন বলেন, অননুমোদিত, লাইসেন্স ছাড়া হাসপাতালগুলো চলতে দেওয়া যাবে না। বিষয়টি আমি এক দিনে পারব না। কিন্তু আমার মেসেজ হচ্ছে যে, এই অননুমোদিত ক্লিনিক, হাসপাতাল বন্ধ করে দিতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। অভিযান নিয়মিত রাখার জন্য আমি সার্বিক ব্যবস্থা নিব।

সর্বশেষ খবর