বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুই বছর নয় মাস পর তোলা হলো তিমির কঙ্কাল

কক্সবাজার প্রতিনিধি

দুই বছর নয় মাস পর তোলা হলো তিমির কঙ্কাল

দুই দিন ধরে খনন কাজ চলছে কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে। বালিয়াড়ি সরানোর পর সেখান থেকে উদ্ধার করা হয় মৃত তিমির বিশাল হাড়। এক একটা হাড় দেখতে অনেক বড়। মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বুরি) করছে এমন কর্মকাণ্ড। ২০২১ সালের ২১ এপ্রিল সৈকতের হিমছড়ি অংশে বিরাট মৃত তিমি ভেসে আসে। তিমিটি সৈকতের বালিয়াড়িতে পুঁতে ফেলা হয়। প্রায় দুই বছর নয় মাস পর সংগ্রহ করা হচ্ছে তিমিটির কঙ্কাল। কঙ্কাল সংগ্রহ করতে সোমবার থেকে শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। সেখানে কথা হয় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে। তিনি বলেন, আমরা সমুদ্র গবেষণা নিয়ে কাজ করছি। সমুদ্র সম্পর্কিত সব তথ্য বা মানুষকে সমুদ্রের প্রতি আগ্রহী করার জন্য তিমিটির কঙ্কাল সমুদ্র গবেষণা ইনস্টিটিউট সংগ্রহ করে প্রদর্শনী করবে। যাতে এ সম্পর্কিত গবেষণা কার্যক্রম ভবিষ্যতে করা যায় এবং যারা সমুদ্র সম্পর্কে আগ্রহী তারা যাতে এগুলো দেখতে পায় এবং গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয়। এটাই হলো আমাদের উদ্দেশ্য।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের এ কর্মকর্তা জানান, বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম করা হয়েছে। তারা এটাকে সংরক্ষণ করার জন্য কাজ করবে। যেখানে আর্কিওলজিস্ট এবং জাতীয় জাদুঘরের দুজন বিশেষজ্ঞ রয়েছেন। তারা পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করবেন। আমরা মঙ্গলবার পুরো কঙ্কালের অবয়ব পেয়েছি। এখন কীভাবে সংরক্ষণ করা যায় সেভাবে কাজ করছি। জানা গেছে, কক্সবাজার সমুদসৈকতের বিভিন্ন অংশে মাঝে মধ্যে ভেসে আসে মৃত তিমি। হিমছড়ি সৈকতে ২০২১ সালের ২ মে ভেসে আসে একটি মরা তিমি। এর আগে ২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল ১৫ ও ১০ টন ওজনের দুটি মৃত তিমি। তিমিগুলো কী কারণে মারা গেছে কারণ জানতে করা হয়েছিল অনুসন্ধান কমিটি। কিন্তু কোনো কারণ বের করতে পারেননি তারা।

সর্বশেষ খবর