বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ইউএনএইচসিআর

সাগরে ডুবে এক বছরে মারা গেছে ৫৬৯ রোহিঙ্গা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

কক্সবাজার শরণার্থী শিবির থেকে পালিয়ে নৌপথে মালয়েশিয়া অথবা অন্য কোনো দেশে পাড়ি জমানোর সময় আন্দামান সমুদ্র এবং বঙ্গোপসাগরে ডুবে গত বছর ৫৬৯ রোহিঙ্গা মারা গেছে। জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি ২৩ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, ২০২২ সালের চেয়ে গত বছর নিখোঁজ অথবা মৃত্যুবরণের সংখ্যা ২০০ জনের বেশি। নিজের দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়ার সময় গত বছর বিশ্বের বিভিন্ন সাগর আর নদীতেও ডুবে ৪ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। এর ৬৬% হলেন নারী এবং শিশু। সারা বিশ্বের সংখ্যা বিবেচনায় আন্দামান এবং বঙ্গোপসাগরে রোহিঙ্গা নিখোঁজ অথবা মৃত্যুর উপরোক্ত সংখ্যা অনেক বেশি। এমন পরিস্থিতি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমার জান্তার বর্বরোচিত হামলার মুখে জীবন বাঁচাতে ১২ লক্ষাধিক রোহিঙ্গা ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। তাদের মধ্য থেকে অনেকেই পালিয়ে মালয়েশিয়া অথবা অন্য কোনো দেশে পাড়ি জমাতে নৌকায় যাত্রা করছে। উত্তাল সাগরে মানুষভর্তি নৌকাগুলো অধিকাংশ সময়েই ডুবে যাচ্ছে।

সর্বশেষ খবর