বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লোকসভা নির্বাচনে রাহুল ও মমতার দুই মত

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তার দল নেই। নির্বাচনে তার দল একাই লড়বে। অন্যদিকে ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’য় থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘মমতা ব্যানার্জির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, দলেরও সুসম্পর্ক রয়েছে।’ এ রকম দুই মত নিয়ে রাজনীতিতে নানা কথা চলছে। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে উৎখাত করতে তৈরি হয়েছে বিরোধী দলের জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)’। প্রায় ২৮টি দলের সমন্বয়ে তৈরি এ জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, এনসিপি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, সিপিআইএমের মতো দলগুলো। এরই মধ্যে বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে একাধিকবার বৈঠকে বসেছেন জোটের নেতারা। বৈঠকে জোটের চেয়ারপারসন মনোনীত হলেও আসন্ন নির্বাচনে রাজ্যস্তরে বিভিন্ন দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জোটের শরিক দলগুলো। বিষয়টি নিয়ে চরম মতবিরোধ দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। কংগ্রেস ও তৃণমূল ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল হলেও নিজেদের অনমনীয় মনোভাবের কারণে বাংলায় কে কটি আসনে লড়বে এখনো স্থির হয়নি। এমন অবস্থায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ‘পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই তৃণমূল কংগ্রেস।’ গতকাল সকালে পূর্ব বর্ধমান জেলায় রওনা দেওয়ার আগে হাওড়ায় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে জোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা আরও বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি আসন সমঝোতা নিয়ে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু প্রথম থেকেই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সেদিন থেকে দল সিদ্ধান্ত নিয়েছে বাংলায় একলা চলবে।’ এমনকি রাহুল গান্ধী ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওপর দিয়ে যাবে তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ মমতার, ‘আমি ইন্ডিয়া জোটের শরিক। সৌজন্যবোধের খাতিরেও তো আমাদের একবার জানানো উচিত ছিল যে দিদি আপনার রাজ্যে যাচ্ছি। তাই বাংলায় কংগ্রেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

এদিকে বৃহস্পতিবার এ রাজ্যে প্রবেশ করতে পারে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’। গতকাল রাহুলের নেতৃত্বে এ যাত্রা আসামে অবস্থান করছিল। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস সংসদ সদস্য রাহুল বলেন, ‘পশ্চিমবঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে। খুব শিগগিরই তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে। আমি এখানে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, দলেরও সুসম্পর্ক রয়েছে। কখনো কখনো আমাদের দলের নেতারা কিছু মন্তব্য করে থাকেন, আবার ওঁদের দলের নেতারাও পাল্টা মন্তব্য করেন। এটা চলতেই থাকে। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এগুলোয় কোনো প্রভাব পড়বে না।’

সর্বশেষ খবর