বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

শরিফার গল্প খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ অধ্যায়ের ‘শরিফা’ শিরোনামে গল্প নিয়ে উদ্ভূত আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বৈঠকে এ কমিটি হয়। এনসিটিবির পক্ষে চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামসহ অন্যরা অংশ নেন। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রশীদকে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক এবং ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রশিদ। মঙ্গলবার শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, শরিফা গল্পে বিতর্কিত কোনো তথ্য থাকলে তা সংশোধন করা হবে। প্রসঙ্গত, পাঠ্যবইয়ের শরিফা গল্প নিয়ে কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে দেশজুড়ে। একটি আলোচনায় বক্তব্য প্রদানকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এ গল্পটি বই থেকে ছিঁড়ে ফেলেন।

এটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে খণ্ডকালীন ওই শিক্ষককে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর শিক্ষককে চাকরিচ্যুতির জেরে মঙ্গলবার দিনভর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ-আন্দোলন করে শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর