বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ডিমের দাম বাড়ানোর দায়ে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাভাবিকভাবে ডিমের মূল্যবৃদ্ধির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডায়মন্ড এগ লিমিটেডকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ১ কোটি টাকা মোট সাড়ে ৩ কোটি টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মামলার রায়ে এ জরিমানা করা হয়। মামলার শুনানি শেষে ২২ জানুয়ারি এই জরিমানার আদেশ দেয় কমিশন। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সংশ্লিষ্ট খাতে জমা দিতে বলা হয়। তা না হলে প্রতিযোগিতা আইনের আলোকে প্রতিদিন ১ লাখ টাকা জরিমানা যোগ হবে। গতকাল কমিশনের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়। গত সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে মামলা করে। রায়ে বলা হয়, অভিযুক্ত প্রতিষ্ঠান ডায়মন্ড এগ সমধর্মীয় অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ২০২২ সালের ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে তাদের উৎপাদিত ডিমের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। যা ২০১২ সালের প্রতিযোগিতা আইনের ১৫ ধারার (২) উপ-ধারার (ক) দফার (অ) উপ-দফা এবং (খ) দফার লঙ্ঘন। অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, অনুসন্ধান প্রতিবেদনে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ডায়মন্ড এগ লিমিটেডসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারে ডিমের বিক্রয়মূল্য অস্বাভাবিকভাবে নির্ধারণ এবং বাজারে ডিমের সরবরাহ সীমিত বা নিয়ন্ত্রণ করে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

সর্বশেষ খবর