শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রতিযোগিতামূলক হবে নির্বাচন

মো. শাহনেওয়াজ

প্রতিযোগিতামূলক হবে নির্বাচন

সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে। নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারলে নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের চাইতে স্থানীয় সরকার নির্বাচনে মানুষের অংশগ্রহণ বেশি থাকে। কারণ মানুষ স্থানীয় সরকারের সঙ্গে বেশি পরিচিত থাকে। এতে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে। স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা নির্বাচনের সঙ্গে মানুষের সম্পৃক্ততা বাড়াবে। আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় দলটির একাধিক যোগ্য নেতা নির্বাচনে অংশ নেবেন। অন্য দলগুলোও তাদের প্রার্থী দেবে। বিএনপির কিছু কিছু নেতাও দল ছাড়া নির্বাচন করার চেষ্টা করবে। সব মিলিয়ে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। ভোটারদের উপস্থিতিও বেশি হবে। সাবেক নির্বাচন কমিশনার বলেন, বড় কোনো ক্ষয়-ক্ষতি ছাড়াই বর্তমান নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে। আশা করছি জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় নির্বাচনটিও তারা সুষ্ঠুভাবে শেষ করতে পারবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীনদের কর্তৃত্ব জাহিরের বিষয় থাকে। নির্বাচন কমিশনকে এসব বিষয় শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

সর্বশেষ খবর