শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রতীক ছাড়া নাকি সহ এটাই ঠিক করবে কেমন হবে

নাজমুল আহসান কলিমুল্লাহ

প্রতীক ছাড়া নাকি সহ এটাই ঠিক করবে কেমন হবে

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি উন্মুক্ত হবে, সেটির ওপর নির্ভর করছে নির্বাচন কেমন হবে। দুই অবস্থাতে নির্বাচনের গতি-প্রকৃতি ভিন্ন হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেমন হবে জানতে চাইলে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। এ নির্বাচন বিশ্লেষক বলেন, দলীয় প্রতীক বরাদ্দ করলে দলীয় মনোনয়ন দেওয়ার একটা ব্যাপার থাকে। আর যদি দলীয় প্রতীক দেওয়া না হয়, তাহলে বিষয়টি উন্মুক্ত থাকে। মুক্তাবস্থায় থাকার ফলে এর প্রকৃতি আরেক রকম হয়। নির্বাচনের গতি প্রকৃতি ধারা ভিন্ন হয়। দুটো ভিন্ন পরিস্থিতি। প্রতীকসহ হলে মনোনয়ন লাভের জন্য ‘ডেসপারেশন’(মরিয়া ভাব), তার দৌড় ভোট পর্যন্তই। আর প্রতীক ছাড়া হলে প্রার্থীরা যে কোনো মূল্যে জয়লাভ করতে চান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বলেন, স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়তার উপাদান প্রাধান্য পায়। সে কারণে প্রার্থীদের মধ্যে মরিয়া ভাব থাকে। তবে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন অতিক্রান্ত হয়েছে এবং সরকার গঠিত হয়েছে। ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনও ডাকা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা প্রত্যাশা করি, এটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন যেহেতু কয়েক ধাপে নির্বাচনটি আয়োজনের পরিকল্পনা করেছে, ফলে জনবল ঘাটতি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তাছাড়া ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হওয়ায় কমিশন পূর্ণ উদ্যমে এবং পূর্ণ মনোযোগের সঙ্গে এটি সম্পন্ন করতে পারবে।

সর্বশেষ খবর