শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেটে অবস্থিত ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরিতে অবস্থিত সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িও ভাঙচুর করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল দুপুরে কয়েক দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা আটকে রাখে। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এরপর সিটি কলেজের সামনে, সায়েন্সল্যাব এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সায়েন্সল্যাব এলাকায় একটি লেগুনা ও বাসে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত করে পুলিশ। ঢাকা কলেজের শিক্ষার্থী মোতাহার বলেন, আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা আটকে রাখে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে যায়। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ঘটনাটি শোনার পর আমরা তাৎক্ষণিক ওই স্থানে যাই। আটকে রাখা শিক্ষার্থীকে নিরাপদে কলেজে ফিরিয়ে আনি। ওই শিক্ষার্থীকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হওয়ার কোনো খবর আমরা পাইনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকদের প্রচেষ্টার পরিস্থিতি স্বাভাবিক আছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই এমন ঘটনা ঘটে আসছে। এটি বড় কোনো ঘটনা নয়। ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে দুই কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর