শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিগারেটের প্যাকেট থেকে ১৪ পিস সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ কনভেয়ার বেল্টে থাকা সিগারেট প্যাকেট থেকে ১৪ পিস সোনার বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার সকালে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিমের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বারগুলো উদ্ধার করে।

গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান বলেন, সকালে এয়ার অ্যারাবিয়ার অবতরণ করা ফ্লাইটের ব্যাগেজ কনভেয়ার বেল্টের ওপর থেকে একটি সিগারেট প্যাকট উদ্ধার করা হয়। সিগারেটের প্যাকেটটি বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হয়। বিশেষ কায়দায় সিলভার কালারের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় প্যাকেটের ভিতর ১৪ পিস স্বর্ণবার    পাওয়া যায়। প্রতিটির ওজন ১১৬ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।

সর্বশেষ খবর