সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দিনভর উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির ১ নম্বর সড়কে সিটি কলেজের শিক্ষার্থীদের মারধরে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আহত সিয়াম আহমেদ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এদিকে, ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ এড়াতে সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই গতকাল সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা কলেজের আহত শিক্ষার্থী সিয়াম বলেন, ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সিটি কলেজের ছাত্ররা অতর্কিত হামলা চালায়। এতে আমার মাথার পেছনের দিকে ডানপাশে আঘাত পেয়েছি। পুলিশ বলছে, ঢাকা কলেজের আহত এক শিক্ষার্থীকে পপুলার মেডিকেলে পাঠানো হয়েছে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর আগে, সকাল থেকে ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থায় ছিল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ধানমন্ডির ১ নম্বর সড়কের শেষ মাথায় ঢাকা সিটি কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী জড়ো হন। এ সময় আগে থেকেই সতর্ক অবস্থায় ধানমন্ডি থানার টহল টিম শিক্ষার্থীদের সরে যেতে বলে। পরে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় ধানমন্ডির পপুলার এবং মেরিয়ট কনভেনশন সেন্টারের সামনে জড়ো হয়। এ সময় বিভিন্ন মোড়ে সিটি কলেজের শিক্ষকরাও শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে বলেন।

সিটি কলেজ শিক্ষার্থীদের প্রতিবেশী কোনো কলেজের শিক্ষার্থীর সঙ্গে মারামারি বা ঝামেলায় না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাইবার বুলিংয়ের বিষয়েও সতর্ক করা হয়। গতকাল রাতে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এমন নির্দেশনা দেয় কলেজ প্রশাসন। সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদের বরাতে বিজ্ঞপ্তিতে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, মাত্র এক মাস পরেই (মার্চ মাসে) তাদের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল (টেস্ট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ না হলে ফরম ফিলাপের সুযোগ থাকবে না। তাই এখন ক্লাস এবং পরীক্ষার প্রস্তুতি ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ না দিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি কলেজ শিক্ষার্থীরা যেন প্রতিবেশী কোনো কলেজের শিক্ষার্থীর সঙ্গে মারামারি বা ঝামেলায় না জড়ায়। এমনকি কোনোরূপ প্রত্যক্ষ বা পরোক্ষ (সামাজিক যোগাযোগমাধ্যমে) উসকানিও না দেয়। কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ও ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম বলেন, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আমরা সতর্ক ছিলাম। যে কোনো ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছিল। কেউ যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য আমরা সতর্ক অবস্থায় ছিলাম। এর আগে, ২৫ জানুয়ারি ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাস ও লেগুনা ভাঙচুর করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর