সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মাদরাসায় ছাত্রদের সংঘর্ষের জেরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার অভ্যন্তরীণ বিরোধের জের ধরে নিজেদের মধ্যে সংঘর্ষের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত শিক্ষার্থীরা। এতে প্রায় দেড় ঘণ্টা ধরে জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু ছাত্র মাদরাসা সংলগ্ন চট্টগ্রাম দোহাজারী রেললাইনের ওপরও অবস্থান নেয়। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদরাসা ও সড়কে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে দুপুর ৩টার আগেই ছাত্ররা মাদরাসায় ফিরে যায়।

গতকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভা এলাকার রাহাত আলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর মাদরাসার ভিতরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে কিছু ছাত্রকে পেটানো হয়। এ সময় মাদরাসার বেশ কয়েকজন ছাত্র আহত হয়। ওই ঘটনার জের ধরে শত শত ছাত্র মাদরাসা ছেড়ে মহাসড়কে চলে আসে। তারা পটিয়া পৌরসভার ডাকবাংলো মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। গত এক মাসের বেশি সময় ধরে মাদরাসার পরিচালনা, কর্তৃত্ব ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে কর্তৃপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তাদের দুটি পক্ষের মধ্যে বিরোধ নিরসনের জন্য গত শুক্রবার হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা থেকে দুজন প্রতিনিধি আসেন। তাদের সামনে মাদরাসার পদত্যাগী এক কর্মকর্তার অনুসারীরা কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর ওপর হামলা করে। এর জের ধরে গত তিন দিন ধরে আবারও মাদরাসায় উত্তেজনা চলে আসছিল। এ বিষয়ে মাদরাসার ছাত্র কামাল উদ্দিন বলেন, ‘কিছুদিন আগে আমাদের কিছু শিক্ষার্থীদের মাদরাসা থেকে বের করে দেয়। আমাদের অভিভাবকরা আজ কারণ জানতে এসেছিলেন। কিন্তু কারণ জানার আগেই মাদরাসার কিছু শিক্ষার্থী দা, ছুরি, কিরিচ দিয়ে আমাদের মারধর করে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।’ আহত শিক্ষার্থী মোহাম্মদ তৈয়বুল্লাহ বলেন, ‘আমি মুজাদ্দেদীর পক্ষ না নেওয়ায় আমার ওপর নির্মম হামলা করেছে। ছুরি, দা দিয়ে পিটিয়েছে। মাথায় আঘাত পেয়েছি। আমি এটার বিচার চাই।’ পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানান, মাদরাসার অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ছাত্ররা মহাসড়কের আশপাশে অবস্থান নিয়ে ঘণ্টা খানেকের মতো গাড়ি চলাচল বন্ধ রেখেছিল। তবে দুপুর ৩টার আগেই ছাত্ররা মাদরাসায় ফিরে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর