সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আকাশে দুই ঘণ্টা উড়ে ফের চট্টগ্রামে বিমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শারজাহর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর আবারও চট্টগ্রামে ফিরে এসেছে। শনিবার দিবাগত রাত ৯টা ৩৫ মিনিটে বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় ১৪৯ জন যাত্রী নিয়ে বিমানটি চট্টগ্রাম ছেড়ে গিয়েছিল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, কলকাতার কাছাকাছি পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট দ্রুত বিমানটি ফিরিয়ে আনেন। শনিবার রাত থেকেই বিমানটির ত্রুটি সারানোর কাজ শুরু হয়। ইতোমধ্যে ত্রুটি সারিয়ে বিমানটি উড়ানোর উপযুক্ত হয়েছে। রবিবার সন্ধ্যার পর যে কোনো সময় বিমানটি আবারও শারজাহর উদ্দেশ্যে উড়ে যেতে পারে। বিমানটি ফিরে আসার পর যাত্রীদের প্রথমে বিমানবন্দর লাউঞ্জে ও পরে একটি আবাসিক হোটেলে রাখার ব্যবস্থা করা হয় বলে জানান তসলিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর