মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অভিযুক্ত সাবেক কৃষিমন্ত্রী

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলায় মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র গ্রামের মেহেদী হাসান রনির বাড়িঘর ভাঙচুরের অভিযোগে টাঙ্গাইল জেলা সাবেক ও বর্তমান ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে তারা। রনির বাড়িঘর ভাঙচুর করার ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক এমপিকে অভিযুক্ত করা হয়েছে। মেহেদী হাসান রনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। মানববন্ধনে মেহেদী হাসান রনি অভিযোগ করে বলেন, বিগত দিনে মধুপুর ধনবাড়ির সংসদ সদস্য আবদুর রাজ্জাকের অপকর্মের বিরুদ্ধে আমি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা প্রতিবাদ করেছি। যার কারণে আবদুর রাজ্জাকের নির্দেশে তার ভাই ও মামাতো ভাইয়েরা মিলে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তার মামাতো ভাই সাবেক ধনবাড়ি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও তার সঙ্গে সন্ত্রাসীবাহিনী ছিল। তারা বাড়ির জানালা, দরজা, গেট ভাঙচুর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই একটি ঝটিকা মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। হামলার বিষয়ে থানায় মামলা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

সর্বশেষ খবর