বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লোকালয়ে হনুমান

রাজবাড়ী প্রতিনিধি

লোকালয়ে হনুমান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের দেখা মিলেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের হাতিমোহন গ্রামের কাঞ্চন কুমার বিশ্বাসের বাড়িতে হনুমানটি দেখতে পায় লোকজন। সেখানে হাতিমোহন গ্রামসহ পাশের গ্রামের মানুষ হনুমানটি দেখতে আসেন। স্থানীয়দের ধারণা, হনুমানটি খাদ্যের অভাবে বনাঞ্চল থেকে দলছুট হয়ে এ অঞ্চলে এসেছে। সাধারণ মানুষ শখ করে খাবার দেয় বলে হনুমানটি লোকালয়ে রয়েছে। কাঞ্চন কুমার বিশ্বাস বলেন, হনুমানটি সম্ভবত দুই মাস আগে আমাদের বাড়িতে এসেছিল। ধারণা করা হচ্ছে সেই হনুমানটি আবার এসেছে। তবে বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছেন হনুমানটি দেখার জন্য। অনেকেই খাবার দিচ্ছেন।

লোকালয়ে হনুমানটি ভালোই আছে বলে ধারণা তার। বালিয়াকান্দি উপজেলা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এর আগেও বালিয়াকান্দিতে কালোমুখো বড় প্রজাতির হনুমান দেখা গেছে। হনুমান খুবই নিরীহ প্রকৃতির। মানুষের আক্রমণ করার আশঙ্কা নেই। তবে এদের বিরক্ত করা উচিত নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর