শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

আমবয়ানে বিশ্ব ইজতেমা শুরু

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

আমবয়ানে বিশ্ব ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগ তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশ্ব ইজতেমা -বাংলাদেশ প্রতিদিন

টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশ্ব ইজতেমা। গতকাল ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ইতোমধ্যে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন। শীত ও বৃষ্টিসহ নানা ভোগান্তি উপেক্ষা করে মুসল্লিদের পদচারণে মুখর হয়ে উঠেছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা। এবারের ইজতেমায় সবশেষ ৩৬টি দেশের ১ হাজার ৮৮৪ জন মুসল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় পুলিশের এক এএসআই নিহত এবং এক এসআই আহত হয়েছেন।

বিশ্ব ইজতেমার প্রথম দিন গতকাল বাদ ফজর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার তাবলিগের ছয় উসুলের বয়ানের   মাধ্যমে বিশ্ব ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়েছে। আর তা বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। গতকাল দুপুর দেড়টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৪০ মিনিটে জুমার জামাত শুরু হয়। ইমামতি করেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। জুমার খুতবাও পড়েন তিনি। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে রাজধানী ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। টঙ্গীর বিভিন্ন কলকারখানা, বাসাবাড়ি ও উঁচু ভবনের ছাদে থেকেও মুসল্লিরা জুমার নামাজে শরিক হন। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরও হাজারো মানুষ দাঁড়িয়ে জুমার জামাতে শরিক হওয়ায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। নামাজ শেষে মানুষ মহাসড়ক থেকে সরে যেতে শুরু করলেও ওই পথে যান চলাচল শুরু হতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।

গতকাল বাদ ফজর থেকে শুরু হলেও বৃহস্পতিবার বাদ আসর মাওলানা ওমর ফারুকের আ‘ম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয় বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার প্রথমপর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। ইজতেমা ময়দানে আগের দিনই প্রচুর মুসল্লি জমায়েত হওয়ায় নির্ধারিত সময়ের একদিন আগেই বৃহস্পতিবার আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে- বলেন তিনি।

যারা বয়ান করেন : বাদ ফজর বয়ান করেন মাওলানা আহমদ বাটলা। সকাল ১০টার দিকে তালিম করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তার তালিমের পরপরই দেশের বৃহত্তম জুমার নামাজের প্রস্তুতি শুরু করা হয়। জুমার নামাজ পড়ান মাওলানা জুবায়ের। নামাজের পর বয়ান করেন জর্ডানের মাওলানা ওমর খতিব, আসরের নামাজের পর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের ও মাগরিবের পর ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করেন। তরজমা করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।

ইজতেমার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় : গতকাল বিকালে ইজতেমার সার্বিক বিষয় নিয়ে ইজতেমা ময়দানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রথম পর্ব ইজতেমার আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শূরা সদস্য মুফতি আমানুল হক বক্তব্য রাখেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ ইজতেমার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইজতেমায় ডিউটি করতে আসার পথে পুলিশের এএসআই নিহত : বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এসআই আমির হামজা। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত ছিলেন। আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা মানিকগঞ্জ জেলার পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলার কন্ট্রোল রুমে কর্মরত এসআই আমির হামজা ও মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত এএসআই হাসান মোটরসাইকেলযোগে ইজতেমায় ডিউটিতে আসছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় আসলে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দিলে এসআই আমির হামজা ও এএসআই হাসান গুরুতর আহত হন। টঙ্গী থানা পুলিশ আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসান মৃত্যুবরণ করেন। বর্তমানে ওই হাসপাতালে এসআই আমির হামজার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই ঘাতক বাস পালিয়ে যায়।

ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু : হৃদরোগে আক্রান্ত হয়ে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। এ নিয়ে প্রথম পর্বে ছয় মুসল্লির মৃত্যু হয়েছে।

মারা যাওয়া মুসল্লিরা হলেন- জামালপুর সদর থানার পাকুল্লা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. মতিউর রহমান (৫৫), নেত্রকোনার বুরিজুরি স্বল্ফদুগিয়া গ্রামের আবদুস সুবহানের ছেলে এখলাস মিয়া (৭০) ও ভোলা সদর থানার গোলি গ্রামের নজির আহম্মেদের ছেলে মো. সাহালম (৬০)।

হাবিবুল্লাহ রায়হান জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে মতিউর রহমান শ্বাসকষ্টজনিত রোগে, হৃদরোগে আক্রান্ত হয়ে এখলাস ও সাহালম মারা যান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোনার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০)।

এর আগে বুধবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের বুদু মিয়ার ছেলে ইউনুস মিয়া এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চৌহদ্দী গ্রামের সাইফুল ইসলামের ছেলে জামাল উদ্দিনের মৃত্যু হয়।

পরিচ্ছন্নতা রক্ষায় সিটি করপোরেশন : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সিটি করপোরেশন কন্ট্রোল রুম স্থাপন করেছে। মাঠে স্থাপিত গভীর নলকূপ দ্বারা পাইপলাইনের মাধ্যেমে অজু, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ট্রাকের মাধ্যমে দিন-রাত বর্জ্য অপসারণ করা হচ্ছে।

বিশেষ ট্রেন : ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। আখেরি মোনাজাতের দিন ময়মনসিংহ-টঙ্গী, ঢাকা-টঙ্গী ও টাঙ্গাইল টঙ্গী রুটে ১৩টি অতিরিক্ত ট্রেন চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী রেলওয়ে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুর রহমান। আগামী ৪ ফেব্রুয়ারি প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে। চার দিন বিরতির পর আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। ১১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

সর্বশেষ খবর