শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরায় জমজমাট টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় জমজমাট টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমজমাটভাবে চলছে ১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী (ডিটিজি)। চার দিনব্যাপী পোশাক ও বস্ত্র খাতের মেশিনারি প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। আয়োজকদের মতে, প্রদর্শনীতে বাংলাদেশ, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, হংকং, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ডসহ ৩২টি দেশের ১ হাজার ১০০টি মেশিনারি প্রস্তুককারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আইসিসিবির ১ হাজার ৬০০টি বুথে এ প্রদর্শনী চলছে।

বিটিএমএ সভাপতি মোহাম্মাদ আলী খোকন বলেন, করোনা-পরবর্তী ইউক্রেন যুদ্ধ, ডলার ও জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থতির সৃষ্টি হয়েছে। এসবের নেতিবাচক প্রভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমাদের বস্ত্র ও পোশাক খাত দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত। আমি মনে করি এবারের ১৮তম প্রদর্শনীতে নতুন কোনো উদ্ভাবনী এ সংকট সমাধানে কোনো না কোনো পথ খুঁজে পেতে পারেন উদ্যোক্তারা; যা কিনা তাদের কারখানায় ব্যয় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে। প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। উদ্ভাবনী যন্ত্রপাতি এবং প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের পরিচয় করানোই এর মূল লক্ষ্য।

 

 

সর্বশেষ খবর