সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রেমের টানে মালয় তরুণী উজিরপুরে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রেমের টানে মালয় তরুণী উজিরপুরে

প্রেমের টানে বরিশালের উজিরপুরে এসেছেন মালয়েশিয়ার তরুণী আনিসা (২৭)। এসেই প্রেমিক সুমন শিকদারকে বিয়ে করেছেন। ১৫ ফেব্রুয়ারি উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের লস্করপুর গ্রামে তাদের বৌভাতের আয়োজন করেছে সুমনের পরিবার। সুমন শিকদার জানান, ৯ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানকার একটি রেস্টুরেন্টে চাকরির সুবাদে কুয়ালালামপুরের তরুণী আনিসার সঙ্গে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ বছর প্রেম করার পর আনিসা তাকে (সুমন) বিয়ে করতে সম্মত হয়। শ্বশুর বাড়িতে ধুমধাম আনুষ্ঠানিকতা করে বিয়ে করার উদ্দেশ্যে গত ২৯ জানুয়ারি দেশে আসেন সুমন ও আনিসা। ৩১ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এখন এই জুটি অবস্থান করছেন সুমনের বাড়ি উজিরপুরের উত্তর লস্করপুর গ্রামে। ১৫ ফেব্রুয়ারি সেখানে নবদম্পতির বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করেছে সুমনের পরিবার। সব আনুষ্ঠানিকতা শেষে ২৮ ফেব্রুয়ারি আবারও মালয়েশিয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তারা।

সুমন শিকদার জানান, উভয়ের পারিবারিক সম্মতিতে বিয়ে করেছেন তারা। বাংলাদেশে আসতে পেরে আনিসা অনেক খুশি। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ সংস্কৃতি মুগ্ধ করেছে তাকে। আগামী দিনগুলোতে তাকে (সুমন) নিয়ে সুখে-শান্তিতে দাম্পত্য কাটানোর স্বপ্নে বিভোর আনিসা।

এদিকে প্রেমিকের হাত ধরে মালয়েশিয়ান তরুণীর বাংলাদেশে আসার খবরে উৎসবের আমেজ বিরাজ করছে উজিরপুরের উত্তর লস্করপুর গ্রামে। বিদেশি বউ দেখতে সুমনের বাড়িতে দিনভর ভিড় করছেন আশপাশের কৌতূহলী মানুষ। বিদেশি বউ পেয়ে খুশি সুমনের পরিবারও। নতুন বউকে ব্যাপকভাবে বরণ করতে নানা আয়োজন করছে সুমনের পরিবার। এ নিয়ে ওই এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।

উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, মালয়েশীয় তরুণীকে বিয়ের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদেশি বউ দেখতে ওই বাড়িতে ভিড় করছেন আশপাশের উৎসুক মানুষ। এ নিয়ে ওই বাড়িতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ১৫ ফেব্রুয়ারি নবদম্পতির সংবর্ধনা এবং বৌভাত অনুষ্ঠানে গ্রামের বহু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। নবদম্পতির সুখ এবং সমৃদ্ধি কামনা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।

সর্বশেষ খবর