সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কাশ্মীরে মুসল্লির মাথায় ছাতা ধরলেন শিখ

কলকাতা প্রতিনিধি

জীবনের ঝুঁকি নিয়ে মাটি থেকে কয়েক শ ফুট উঁচু সেতুর ওপরে উঠে নামাজ আদায় করলেন এক ব্যক্তি। অপরদিকে জম্মু-কাশ্মীরে বৃষ্টির সময় নামাজ আদায়কারীর মাথার ওপর ছাতা ধরে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করেছেন এক শিখ ব্যক্তি।

পশ্চিমবঙ্গের কলকাতায় ‘মা’ ফ্লাইওভারের ওপরে উঠে ওই ব্যক্তিকে নামাজ পড়তে দেখা গেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গেছে। এক ধর্মপ্রাণ মুসলমান যখন ‘মা’ ফ্লাইওভারের মাথায় উঠে নামাজ পড়ছিলেন সে সময় অনেক পথচারীই তাদের নিজেদের মোবাইল ক্যামেরায় সেই ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও ব্যস্ততম উড়ালপুল ‘মা’ ফ্লাইওভার। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গেছে ওই ব্যক্তি যখন উড়ালপুলের মাথায় নামাজ আদায় করছিলেন সে সময় উড়ালপুলের ওপর দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে একের পর এক গাড়ি।

ওই ভিডিও দেখে এটা স্পষ্ট যে, কলকাতার পার্ক সার্কাস রেলস্টেশনের কাছ থেকে ভিডিওটি তোলা হয়েছিল। যদিও ঘটনার সময় এবং তারিখ এখনো নিশ্চিত করা যায় না। তবে ইতোমধ্যেই ওই নামাজ পড়ার ভিডিওটি বহু মানুষের হৃদয় ছুঁয়েছে। বহু মানুষ যেমন ভিডিওটি দেখেছেন, তেমনি শেয়ার, কমেন্ট, লাইকও করেছেন অনেকে। তবে ঝুঁকিপূর্ণভাবে ওই ফ্লাইওভারের ওপরে উঠে লোকটির নামাজ পড়ার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি কীভাবে উড়ালপুলের মাথায় চড়ে বসলেন তাও পরিষ্কার নয়।

এদিকে ভারতের জম্মু-কাশ্মীরে নামাজ আদায়কে ঘিরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে। শুক্রবার জম্মু আইআইটির কাছে জম্মু-কাশ্মীর জাতীয় সড়কের পাশে এক মুসলমান ব্যক্তি যখন নামাজ আদায় করছিলেন ঠিক সে সময় হঠাৎ করেই শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে তাকে রক্ষা করতে পাশ থেকে ছুটে আসেন এক শিখ সম্প্রদায়ের লোক। এরপর নামাজ আদায়কারীর পেছনেই ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। এবং নামাজ আদায় শেষ না হওয়া পর্যন্ত পেছনে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই শিখ ব্যক্তি। সোশ্যাল মিডিয়ার দৌলতে ছবিটিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন ওই শিখ ব্যক্তি।

সর্বশেষ খবর