সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুই ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

দুই ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল

প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল। গতকাল বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝি স্থান কারিগরি ত্রুটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মেরামত শেষে বিকাল সাড়ে ৪টার দিকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা তখন স্টেশনে প্রবেশ করতে পারেননি। এদিকে, তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা গতকাল শেষ হওয়ার পর মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন। এ সময় অনেকেই উত্তরা উত্তর মেট্রো স্টেশনে ভিড় জমান। যাত্রীর চাপে কিছু সময়ের জন্য ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর