মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে আবারও মার্কিন হামলা

প্রতিদিন ডেস্ক

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে আবারও মার্কিন হামলা

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে গত রবিবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের মোট পাঁচটি ক্ষেপণাস্ত্রের ওপর বিমান থেকে এ হামলা চালানো হয়। রয়টার্স, এএফপি

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এগুলোর মধ্যে একটি ছিল স্থল হামলার ক্রুজ ক্ষেপণাস্ত্র। বাকি চারটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। লোহিত সাগরে জাহাজ নিশানা করে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রেখেছিল হুতিরা। উল্লেখ্য, এর আগের দিন শনিবারও ইয়েমেনে হুতিদের ৩৬টি লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

খবরে বলা হয়, লোহিত সাগরে সামরিক ও বাণিজ্যিক নৌযানে হুথি বিদ্রোহীদের হামলার জবাবে এসব পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন : গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা সংঘাত অবসানে     দুইপক্ষকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর এই নিয়ে পাঁচবার মধ্যপ্রাচ্য সফরে এলেন তিনি। এবারের সফরে ব্লিঙ্কেন সৌদি আরব, ইসরায়েল, মিসর ও কাতার সফর করবেন।

 

সর্বশেষ খবর