শিরোনাম
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিশ্ব ইজতেমা চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি

টঙ্গী প্রতিনিধি

রাজধানীর সন্নিকটে কহরদরীয়াখ্যাত টঙ্গী তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমির বিস্তৃত ময়দানে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি। আর মাত্র দুই দিন পর আগামী শুক্রবার শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলনের দ্বিতীয় পর্ব। আগামী রবিবার দুপুরের আগে যে কোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫৭তম বিশ্ব ইজতেমার উভয় পর্ব। প্রথম পর্বের মুসল্লিরা আখেরি মোনাজাতের পর ময়দান ত্যাগ করতে শুরু করেছেন। গাড়ি সংকটের কারণে যাদের ময়দান ত্যাগ করতে একটু বিলম্ব হয়েছে।

আজ ভোরে ময়দান ছেড়ে দেবেন। আজ বিকালে প্রশাসনের উপস্থিতিতে দ্বিতীয় পর্বের আয়োজক কমিটি সা’দ অনুসারীদের নিকট ময়দান বুঝিয়ে দেবে প্রথম পর্বের আয়োজক কমিটি। দ্বিতীয় পর্বের আয়োজক কমিটি মাঠ বুঝে পাওয়ার পর দেশি-বিদেশি মুসল্লিদের ইজতেমায় অংশগ্রহণ করার জন্য নিজেদের মতো ঢেলে সাজাবেন। অপরদিকে আগত মুসল্লিদের সেবায় গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ময়দানের ভিতরে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। এ ছাড়া পানি, বিদুৎ, গ্যাসসহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিতীয় পর্বের আয়োজন বাস্তবায়নে কাজ করছেন। ইতোমধ্যে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করার জন্য বিদেশি মেহমান ময়দানের বাইরে অবস্থান নিয়ে দ্বীনের মেহনতে ব্যস্ত সময় পার করছেন। প্রথম পর্বে তাবলিগের সাথীরা এক চিল্লা, দুই চিল্লা ও তিন চিল্লায় ২ হাজার ৭৫০ জনের জামাত দ্বীনের মেহনতে আল্লাহর রাস্তায় বেড়িয়ে পড়ে। দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আমরা মাঠ বুঝে পাওয়ার পর আমাদের মতো করে সাজাব। যাতে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়। ইনশাআল্লাহ আগামী শুক্রবার দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। রবিবার দুপুরের আগে যে কোনো সময় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আশা করি সফলভাবেই ইজতেমা শেষ হবে। তবে গতবারের চেয়ে এবার মুসল্লির সংখ্যা আরও বাড়বে। এ বিষয়ে গাজীপুর সিটি করর্পোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের ইজতেমা সফল করতে আগত মুসল্লিদের সেবায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। আগত মুসল্লিদের সেবায় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী দিন-রাত কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। মাঠের নিরাপত্তায় পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা নিয়োজিত থাকবেন।

সর্বশেষ খবর