মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৬৫০ টাকায় মাংস বিক্রির ক্ষোভ থেকে মামুনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত দামে মাংস বিক্রি করায় খুন হন রাজশাহীর বাঘা এলাকার মাংস ব্যবসায়ী মামুন হোসেন। নৃশংসভাবে মামুনকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে আরেক মাংস ব্যবসায়ী মিজানুর রহমান খোকনকে (৩৫) গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-৫ ও র‌্যাব-৮-এর যৌথ দল গত রবিবার রাতে মাদারীপুরের শিবচর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে মিজানুর রহমান খোকনকে।

গতকাল রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, নিহত মামুন গ্রেফতার খোকনের নিকটআত্মীয়। তারা রাজশাহীর বাঘা থানার আড়ানি বাজারে একত্রে গরুর মাংস বিক্রির ব্যবসা করতেন। গত বছরের ২২ ডিসেম্বর ভোক্তা অধিদফতর, মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সম্মিলিত বৈঠক করে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ভোক্তা অধিদফতর নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করাকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। একপর্যায়ে গত বছরের শেষের দিকে ভুক্তভোগী মামুন ভোক্তা অধিদফতরের নির্ধারিত মূল্যে মাংস বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে আলাদাভাবে মাংস বিক্রির ব্যবসা শুরু করে। তখন মামুনের দোকানে মাংস বিক্রির পরিমাণ বেড়ে যায়। কমতে থাকে খোকনের দোকানে মাংস বিক্রি। ২০ জানুয়ারি বিষয়টি নিয়ে উত্তপ্ত বাগবিতণ্ডের সৃষ্টি হলে খোকন উত্তেজিত হয়ে মাংস কাটার ছুরি দিয়ে মামুনকে প্রকাশ্যে পেটে ও বুকের ডান পাশে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মঈন আরও বলেন, খোকন আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে প্রথমে রাজশাহীর তাহিরপুরে তার এক আত্মীয় বাড়িতে অবস্থান করেন। পরবর্তীতে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় স্থায়ীভাবে আত্মগোপনের লক্ষ্যে তার পূর্ব পরিচিত এক বন্ধুর মাধ্যমে সেখানে ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করতে থাকেন। মাদারীপুরের শিবচর এালাকায় আত্মগোপনে থাকাকালীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ে রাজধানীর শাহাজানপুরে কম দামে মাংস বিক্রি করায় আলোচিত মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি প্রদানকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে র‌্যাব।

সর্বশেষ খবর