মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৬৯ ভাগ রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হয়

নিজস্ব প্রতিবেদক

হাসপাতাল সরকারি। তারপরও বাইরে থেকে কিনতে হয় ওষুধ। ৭৩ ভাগ রোগীকেই ব্যয় করতে হয় অতিরিক্ত টাকা। ৬৯ ভাগ রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। এ অবস্থা রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। খোদ হাসপাতালের ছয় চিকিৎসকের গবেষণাতেই দেখা যায়, পরীক্ষা-নিরীক্ষা ও কর্মচারীদের ঘুষ নেওয়াসহ নানা কারণে খরচ বাড়ছে রোগীদের।

রাজধানীর এক হোটেলে গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। দেশে সরকারি হাসপাতাল প্রায় ৭০০। সেবার মান বাড়লেও এখনো রয়েছে নানা সংকট। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ওপর গবেষণায় কিছু সংকট জানার চেষ্টা করে স্বাস্থ্য অধিদফতর। গবেষণায় দেখা যায়, প্রতি চারজন রোগীর তিনজনেরই অতিরিক্ত অর্থ ব্যয় হয়। ১৮ ভাগ রোগীর ক্ষেত্রে খরচ অনেক বেশি। ৬৯ ভাগ রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। সেবা পেতে ২০০ টাকার বেশি ঘুষ দিতে হয় অনেককে। আর অর্ধেক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে বাইরের ল্যাব থেকে। ৯৬ ভাগ ক্ষেত্রেই রোগীর কথা মনোযোগ দিয়ে শোনেননি চিকিৎসক। সংকট নিরসনে হাসপাতাল তদারকি, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও জনবল বাড়ানোর সুপারিশ করেছেন ছয় গবেষক।

 

সর্বশেষ খবর