শিরোনাম
বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬

প্রতিদিন ডেস্ক

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় মিত্র কুর্দি বাহিনীর ছয় যোদ্ধা নিহত হয়েছে। সোমবার ভোররাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে। ইরানের সমর্থন পাওয়া মিলিশিয়াদের ছত্রছায়ায় থাকা একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে, জানিয়েছে বিবিসি। তবে এই হামলার পর মার্কিন সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি বা তাদের পক্ষে কেউ হতাহত হয়েছে কি না তা জানায়নি। এর আগে সপ্তাহে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় তিন সেনা নিহত হয়। এরপর থেকে ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক ঘাঁটির অদূরে সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে ড্রোন পাঠিয়ে এই হামলা চালান ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধারা। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় এখনো প্রায় ৮০০ মার্কিন সেনা আছেন বলে জানা যায়। মূলত ২০১৯ সালে আইএসকে পরাজিত করার পর থেকে এসডিএফ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট বাহিনীর সমর্থনে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বিবিসিকে জানায়, গত শনিবার সিরিয়ায় তাদের একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সর্বশেষ খবর