বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রিমান্ডে নির্যাতনের অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মিথ্যা মামলায় গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে নেতা-কর্মীদের পাশবিক নির্যাতনের অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গতকাল নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিমান্ডে পাশবিক নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেন মহানগর সদস্যসচিব শফিকুল আলম তুহিন। তিনি বলেন, নির্বাচনের সময় পাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের কোনো ঘটনাই ঘটেনি। শুধু বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করার জন্য মিথ্যা অগ্নিসংযোগের নাটক সাজিয়ে দৌলতপুর থানা বিএনপির সদস্যসচিব ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর রিমান্ডে নিয়ে সারা রাত তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। মিথ্যা মামলায় জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। পুলিশের নির্যাতনে শেখ ইমাম হোসেন মারাত্মক অসুস্থ হয়ে পড়লে দৌলতপুর থানার পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ৬ ফেব্রুয়ারি তাকে সিএমএম আদালতে হাজির করার সময় আদালত চত্বরে পুলিশ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। সংবাদ সম্মেলনে পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, বিএনপি নেতা স ম আবদুর রহমান, সাইফুর রহমান মিন্টু, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সংঘর্ষের পর থেকে মহানগর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতাই আত্মগোপনে ছিলেন। প্রায় সাড়ে তিন মাস পর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে এলেন।

সর্বশেষ খবর