শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গ্যাসের পাইপ ফেটে ১৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ফতুল্লা কাশিপুর হাটখোলা ক্রোনি গার্মেন্টে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শ্রমিক পলাশ কান্তি মণ্ডল, জিতু, মুকুল, শান্ত, আমির মিয়া, মিঠুন বিশ্বাস, কামরুল, রুবেল, মনির, রিপন, শফিক, মেহেদী, জাকির ও মাহবুব কাজী। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবার মুখমণ্ডল, হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। দগ্ধ কামরুল হাসান নামে ওয়েল্ডিং মিস্ত্রি জানান, তারা কয়েকজন মিস্ত্রি কারখানার ভিতর গেটের পাশে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। তখনই ওই সিলিন্ডারের পাইপ ফেটে যায়। এতে হঠাৎই আগুন ধরে যায়। সেখান দিয়ে যাতায়াত করা কারখানাটির কর্মচারীরা দগ্ধ হন। গার্মেন্টের হিসাবরক্ষক মো. সাব্বির হোসেন জানান, ঘটনার পরপরই দগ্ধদের দ্রুত ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এরা সবাই কারখানার বিভিন্ন সেকশনে কাজ করেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ ফতুল্লার ঘটনায় ১৪ জনের মধ্যে একজনকে ভর্তি করা হতে পারে।

সর্বশেষ খবর