শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু আজ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বের সাথিরা গতকাল থেকেই ময়দানে প্রবেশ শুরু করেছেন। আজ জুমার নামাজে অংশ নিতে মুসল্লিরা বাস, ট্রেন ও নৌপথসহ বিভিন্ন বাহনে ময়দানমুখী রয়েছেন। জুমার নামাজ দেড়টায় অনুষ্ঠিত হবে। খুতবা ও ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

গতকাল জোহরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা হারুন। এ সময় বাংলায় তরজমা করেন মাওলানা আজিম উদ্দিন (কাকরাইল), আসরের পর বয়ান করেন ওয়াসিফুল ইসলাম। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আবদুস সাত্তার। বাংলায় তরজমা করেন মুফতি জিয়া বিন কাশেম।

আজ ফজরের পরে বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ, বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, মুসল্লিদের নিরাপত্তায় ময়দান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকবেন। প্রথম পর্বের মতো ময়দানে আসা মুসল্লিদের সেবায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তায় নিয়োজিত আছেন। বিশ্ব ইজতেমা ঘিরে যেন কোনো নাশকতার সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, দেশ-বিদেশের মুসল্লিরা গত বুধবার থেকেই ময়দানে প্রবেশ শুরু করেছেন। ইতোমধ্যে প্রায় সাড়ে ৩ হাজার বিদেশি মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন।

পাঁচ মুসল্লির মৃত্যু : গতকাল সকাল থেকে সন্ধ?্যা পর্যন্ত পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মোহাম্মদ আবুল কালাম (৬৫) বাবা মৃত মোহাম্মদ মফিজ উদ্দিন, গ্রাম-রামকৃষ্ণপুর, থানা ও জেলা শেরপুর সদর; মো. আবদুল হেলিম মিয়া (৬৫) বাবা মৃত মোহাম্মদ সুলতান উদ্দিন, গ্রাম-কুতুবপুর থানা কেন্দুয়া জেলা নেত্রকোনা; মোহাম্মদ জহির উদ্দিন (৭০), বাবা-মৃত ইউসুফ উদ্দিন, গ্রাম- শিবনগর, থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর। অন্য দুই মুসল্লির পরিচয় মেলেনি। সবাই বার্ধক?্যজনিত কারণে মারা যান বলে নিশ্চিত করেছেন মিডিয়া সমন্বয়কারী।

সর্বশেষ খবর