রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এ ধরনের বাস কেউ দেখতে চায় না

আজমল উদ্দিন সবুর

এ ধরনের বাস কেউ দেখতে চায় না

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন সবুর বলেছেন, রাজধানীর সড়কে যে লক্কড়ঝক্কড় বাস দেখছেন সেটা আসলে কেউ দেখতে চায় না। সড়কে ভালো গাড়ি থাকলে সবাই উঠতে চায়। কেউ লক্কড়ঝক্কড় বাসে উঠতে চায় না। কিন্তু আমরা অসহায়। প্রতি মাসে গাড়িপ্রতি দুই একটা মামলা থাকেই। গাড়ি চালিয়ে যে টাকা আমাদের পুঁজি আসবে সেটা চলে এসব মামলায়। আর পুলিশের হয়রানিসহ বিভিন্ন ঝামেলা তো আছেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আজমল উদ্দিন বলেন, মেট্রোরেলের ভাড়া ও আমাদের ভাড়ার সঙ্গে সমন্বয় হওয়া দরকার। মেট্রোরেলে অনেক মানুষ যাতায়াত করেন। কারণ সুন্দর ও খুব সহজেই যাওয়া যায়। আর বিপরীতে আমাদের ভাড়া খুব কম। দিনে একটা গাড়ি চলাচল করলে লাভ তো দূরে থাক পুঁজিও ওঠে না। কোনো রকম শ্রমিকরা চলাচল করেন। যেখানে আমাদের পুঁজিও ওঠে না তাহলে গাড়ির সৌন্দর্যবর্ধন করব কীভাবে? তিনি বলেন, ঢাকা দুই সিটি মেয়ররা বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নিয়েছে। কিন্তু এটা সফল হয়নি। এই উদ্যোগটা যদি আমাদের হাতে দিত তাহলে আমরা জান-প্রাণ দিয়ে হলেও টিকিয়ে রাখার চেষ্টা করতাম। আর আমাদের গাড়িগুলোর রং ও লক্কড়ঝক্কড় হতো না। তারপরেও পরিবহন মালিকরা চেষ্টা করছেন গাড়িগুলোর সৌন্দর্য কীভাবে ঠিক রাখা যায়।

সর্বশেষ খবর