রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মেলায় সাড়া ফেলেছে নঈম নিজামের বই

নিজস্ব প্রতিবেদক

মেলায় সাড়া ফেলেছে নঈম নিজামের বই

অন্বেষা প্রকাশন বের করেছে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও বরেণ্য লেখক নঈম নিজামের বই “আপনজনদের বেইমানিতে পতন সিরাজউদ্দৌলার”। সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিল্প সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ের ওপর ৩১টি কলাম স্থান পেয়েছে বইটিতে। রচনায় নৈপুণ্য আর ভাষা সুষমায় পুষ্ট বলে মেলায় সাড়া ফেলেছে বইটি। শাকীর এহসানুল্লাহর প্রচ্ছদে দৃষ্টিনন্দন বইটির দাম ৪৭০ টাকা। বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশক মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, নঈম নিজামের বইটি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বই আকারে প্রকাশ হওয়ার আগেই কলামগুলো বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে দ্রুত বইটির প্রথম সংস্করণ শেষ হওয়ার পথে। তিনি জানান, দুয়েক দিনের মধ্যে বইটির দ্বিতীয় সংস্করণ মেলায় আসবে।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অন্বেষা প্রকাশনের প্যাভিলিয়নের সামনে কথা হয় রাজধানীর উত্তরা থেকে আসা পাঠক মামুনুর রশীদের সঙ্গে। তার হাতে শোভা পাচ্ছিল নঈম নিজামের বই “আপনজনদের বেইমানিতে পতন সিরাজউদ্দৌলার”। রুচিশীল এই পাঠক বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নঈম নিজামের কলাম আমি নিয়মিত পড়ি। কলামগুলো বই আকারে প্রকাশ পেয়েছে জেনেই মেট্রোরেলে মেলায় চলে এলাম। বইটি কিনতে পেরে খুবই ভালো লাগছে। এই পাঠকের সঙ্গে কথা শেষ না হতেই আরেক পাঠক আসেন বইটি কিনতে। এই প্রতিবেদককে তিনি বলেন, ধানমন্ডি থেকে মেলায় এসেছি শুধু নঈম নিজামের বইটি কেনার জন্য। কিনতে পেরে বেশ ভালো লাগছে।

সর্বশেষ খবর