রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সরকারি ঘোষণা অনুযায়ী বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ঢাকার ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ড এলাকার একটি জুতার কারখানার কয়েক হাজার শ্রমিক গতকাল ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। ওই সময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর আশ্বাস দেয়। এরপর প্রায় সাত ঘণ্টা পর মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকার ‘ফ্রেম হাউজ ফুটওয়ার লিমিটেড’ কারখানায় কয়েক হাজার শ্রমিক রয়েছে। কিছুদিন আগে সরকার শ্রমিকদের নতুন বেতন গ্রেড ঘোষণা করে। সে অনুযায়ী তাদের বেতন না দেওয়ায় মহাসড়ক অবরোধ করেছেন। তারা আরও জানান, কয়েকদিন ধরে কর্তৃপক্ষকে বেতন বাড়ানোর দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাজারে সব জিনিসের দাম বাড়ায় যা বেতন পান তা দিয়ে তারা চলতে পারছেন না। তাই সরকারের ঘোষণা অনুয়ারী বেতন-ভাতা বৃদ্ধির দাবি করছেন। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মাহমুদ জানান, কারখানার মালিক চলতি মাস থেকেই শ্রমিকদের বেতন বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন। এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত শ্রমিক নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক করেন মালিক ও শিল্প পুলিশ কর্মকর্তারা। শ্রমিকরা বিকাল ৪টার দিকে মহাসড়ক থেকে সরে গেলেও কারখানার সামনে অবস্থা করতে দেখা গেছে।

 

সর্বশেষ খবর