সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মাথা নষ্ট হলে আর কিছু থাকে না

- অধ্যাপক নজরুল ইসলাম

মাথা নষ্ট হলে আর কিছু থাকে না

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ খুব দুঃখজনক। মাথা যদি নষ্ট হয়ে যায় তবে আর কিছু করার থাকে না। তাই যত দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে ততই মঙ্গল। ইউজিসির সাবেক এ  চেয়ারম্যান বলেন, ২০০৭ সালে যখন ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব নিলাম তখন দেখেছিলাম কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়ম ঘটছে। পরে ওই উপাচার্যদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কয়েকজন উপাচার্যের অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইউজিসির চলমান তদন্তকাজের ব্যাপারে এ অধ্যাপক বলেন, ইউজিসির যে তদন্ত চলমান আছে, তা চলতে থাকুক। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

ইউজিসির সাবেক এ চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সরকারকে আরও সতর্ক থাকতে হবে। ইউজিসি সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উপাচার্য নিয়োগের জন্য একটি তালিকা করার সুপারিশ করেছে। যাচাইবাছাই করে এ তালিকা করা গেলে অনিয়মের অভিযোগ কমে আসবে।

সর্বশেষ খবর