সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যোগ্যতার ঘাটতি হলে অনিয়ম হয়

--- অধ্যাপক আবদুল মান্নান

যোগ্যতার ঘাটতি হলে অনিয়ম হয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, এখন অনেকে উপাচার্য হতে লবিং করেন, তদবির করেন, যা লজ্জাজনক মনে হয়। যোগ্যতার ঘাটতি রয়েছে এমন মানুষ উপাচার্য হলে তারা অনিয়মে জড়ান। এমন অনেক ব্যক্তি এখন তদবির করে উপাচার্য হয়ে যাচ্ছেন। দেশে যোগ্য মানুষের  অভাব নেই। কিন্তু যোগ্য ব্যক্তি উপাচার্য হতে কখনো তদবির করেন না। তাই যোগ্য মানুষরা তাদের প্রাপ্য বা মূল্যায়নও সঠিকভাবে পান না।

তিনি বলেন, যে ব্যক্তি কখনো প্রশাসনিক দায়িত্ব পালন করেননি বা এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিতে পারেননি তাদের উপাচার্যের দায়িত্ব দিলে তো বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলবে না।এ শিক্ষাবিদ বলেন, এটা দুঃখজনক যে, উপাচার্যদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক ক্যাম্পাসে গেলে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কাছেও বিশ্ববিদ্যালয় কর্তাব্যক্তিদের অনিয়মের খবর শোনা যায়। অথচ এ ধরনের অভিযোগ আগে তেমন একটা শোনা যায়নি। আগে বেশি অভিযোগ পাওয়া যেত কাজে অবহেলার। কিন্তু এখন অভিযোগ উঠছে দুর্নীতি, নিয়োগবাণিজ্যসহ ইত্যাদির। এ অধ্যাপক বলেন, অভিযুক্ত ব্যক্তিদের যাদের উপাচার্য নিয়োগ করা হয়েছে তাদের নিয়োগটা হয়তো সঠিক সিদ্ধান্ত ছিল না। অর্থাৎ সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়োগ দেওয়া হয়নি। যদি কোনো উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের খবর শোনা যায় তখন সরকারকে সতর্ক হতে হবে। ইউজিসিকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এই তদন্ত প্রতিবেদন দেখে তেমন একটা ব্যবস্থা নেওয়া হয় না। অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে হলে প্রতিবেদন দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ খবর