সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দাবি আদায়ে উপাচার্যের কার্যালয়ে অবস্থান

ইবি প্রতিনিধি

দাবি আদায়ে উপাচার্যের কার্যালয়ে অবস্থান

দাবি আদায়ে উপাচার্যের কার্যালয়ের মেঝেতে বসে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। এ সময় তারা অনুষ্ঠিতব্য সিন্ডিকেটের আলোচ্যসূচিতে তাদের দাবিগুলো অন্তর্ভুক্ত করার দাবি জানান। গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেন তারা।

জানা যায়,  বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। এ সভার আলোচ্যসূচিতে তাদের দাবিগুলো অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে কার্যালয়ে যান। এ সময় উপাচার্য বিষয়টি নিয়ে আরও বিষদভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে অফিস ত্যাগ করেন এবং কার্যালয়ের সভাকক্ষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে গুচ্ছ নিয়ে একটি মিটিংয়ে অংশ নেন। পরে উপাচার্য কার্যালয়ে ফিরে না আসায় আন্দোলন স্থগিত করেন তারা। কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সুলতান বলেন, ‘সোমবারের সিন্ডিকেটের এজেন্ডায় আমাদের দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সর্বশেষ খবর