সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ছাত্রলীগের সংঘর্ষ চালক গুলিবিদ্ধ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে এক অটোচালক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে মাদারীপুর শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরে ছাত্রলীগের রাজনীতি দুইভাগে বিভক্ত। এই গ্রুপিং দ্বন্দ্বের জের ধরেই সুমন কাজীর সঙ্গে সজিব সরদারের হাতাহাতি হয়। এর জেরেই শহরের পুরান বাস স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার বুলেটে সোহাগ তালুকদার নামে এক অটোচালক গুলিবিদ্ধ হন। আহত অটোচালক মাদারীপুর শহরের ফারুক সড়কের দেলোয়ার তালুকদারের ছেলে। এ ছাড়াও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার হাওলাদারসহ উভয় পক্ষের আরও ৮জন আহত হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, সুমন কাজী মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সজিব সরদার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘গন্ডগোল করেছে সজিব সরদার ও সুমন কাজী। এরা দুইজন দুই গ্রুপের অনুসারী। এদের কারনেই এক অটোচালক গুলিবিদ্ধ হয়েছে।’ গুলিবিদ্ধ অটোচালক সোহাগ তালুকদার বলেন, ‘আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ করেই আমার গায়ে গুলি লাগে।’ এব্যাপারে দুই ছাত্রলীগ নেতার সাথে যোগাযোগ করতে তাদের মোবাইলে ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি। মাদারীপুর সদর থানার ওসি সালাহ উদ্দিন বলেন, দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর