বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সুন্দরবন দিবস আজ

শিকার ও দূষণে বিপদে সুন্দরবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরবনে থেমে নেই বাঘ-হরিণ শিকার। নদী-খালে বিষ দিয়ে মাছ শিকার করায় নষ্ট হচ্ছে বনের জলজ পরিবেশ। পরিবেশবান্ধব পদক্ষেপের অভাবে বনে বাড়ছে দূষণও। তবে বন কর্মকর্তাদের দাবি, সুন্দরবন রক্ষায় ‘সুন্দরবন সুরক্ষা প্রকল্প’ ও ‘সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প’ বাস্তবায়ন করছে বন বিভাগ। এ প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধ করা ও বনের ওপর পরিবেশ দূষণের প্রভাব কমানো সম্ভব হবে। এদিকে এ অবস্থায় আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ পালন করছে বিভিন্ন বেসরকারি পরিবেশ সংগঠন। তাদের দাবি, সরকারিভাবে দিবসটি উদ্যাপন করা হলে সুন্দরবনের প্রতি মানুষ আরও সংবেদনশীল হবে। জানা যায়, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এর পর থেকে প্রতি বছর বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল খুলনা প্রেস ক্লাবে সুন্দরবন একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর