বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

এক জালে ৮ লাখ টাকার মাছ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

এক জালে ৮ লাখ টাকার মাছ

কক্সবাজারের টেকনাফ সাবরাং টুরিজমপার্ক উপকূলের এক জেলের জালে আটকা পড়েছে ৮ লাখ টাকার ছোটবড় বিভিন্ন রকমের মাছ। আটকা পড়া মাছের পরিমাণ আনুমানিক ৪০০ কেজি।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ সাবরাং টুরিজমপার্ক সংলগ্ন সমুদসৈকত এলাকায় ৮ লাখ টাকার মাছ ধরা পড়েছে। এসব মাছ দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করছেন। জেলে পরিবারে এখন খুশির আমেজ বইছে।

এসব মাছ ধরা পড়ে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার নুরুল হকের জালে।

সরেজমিন দেখা যায়, জেলেদের জালে ছোট পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ছোটবড় প্রায় ৪০০ মণ মাছ আটকা পড়ছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ বিক্রি করছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাঠিয়ে দিচ্ছেন শুঁটকির মহালে।

জালের মাঝি এবাদুল্লাহ প্রকাশ বদইয়া জানান, একটানে তার জালে ৮ লাখ টাকার মাছ উঠেছে। গত বছর এ সময়েও কয়েক লাখ টাকার মাছ পেয়েছিলেন। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ এ বছর জালে পচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেরা আনন্দে দিন কাটাচ্ছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর