বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রওশনপন্থি জাপার সম্মেলন নিয়ে তৎপর হেভিওয়েটরা

শফিকুল ইসলাম সোহাগ

রওশনপন্থি জাপার সম্মেলন নিয়ে তৎপর হেভিওয়েটরা

বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৯ মার্চ। সম্মেলন সফল করার জন্য পার্টির হেভিওয়েট নেতারা তৎপর হয়েছেন। যদিও বছর দুয়েক আগে আরও দুইবার সম্মেলন করার প্রস্তুতি নিয়েছিলেন রওশন এরশাদ অনুসারীরা। অবশ্য নেতা-কর্মীদের অনেকেই বলছেন তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেক ভিন্ন।

জানতে চাইলে রওশনপন্থি জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, সম্মেলন সফল করতে গতকাল সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেছেন। জিয়ারত শেষে সিলেট বিভাগীয় সাংগঠনিক সভাও করেছেন। তিনি জানান, সম্মেলন সামনে রেখে আগামী ২৪ ফেব্রুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা, উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। কাজী মামুন বলেন, জি এম কাদের পার্টির যে ক্ষতি করেছেন তা থেকে উত্তোরণের জন্য বেগম রওশন এরশাদ দায়িত্ব নিয়েছেন। তিনি (রওশন) সবাইকে নিয়েই জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে চান। দলীয় সূত্রে জানা গেছে, ৯ মার্চ জাতীয় পার্টির দশম কাউন্সিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর প্রথম কাউন্সিলে বাদ পড়া কিছু নেতা এবং এরশাদপত্নী রওশন এরশাদের ঘনিষ্ঠজনেরা সেসময় এই অংশের হাল ধরেন। এবার তাদের কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। যুক্ত হয়েছেন জাতীয় পার্টির অনেক হেভিওয়েট নেতা। এ ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে সরকারের সঙ্গে সমঝোতার আসন না পাওয়া এবং উন্মুক্ত আসনে নির্বাচন করে দলের সহযোগিতা না পাওয়া নেতারাও ঝুঁকছেন এই রওশনপন্থির দিকে। এ ছাড়াও দলটির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে থাকা বেশ কয়েকজন হেভিওয়েট নেতাও পরোক্ষভাবে রওশনপন্থিদের সহযোগিতা করছেন। তাদের ঘনিষ্ঠজনেরা বলছেন, শুধু বহিষ্কার আতঙ্কে সরাসরি সেসব নেতারা প্রকাশ্যে আসছেন না। ইতোমধ্যে জাপার কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদাসহ বেশ কয়েকজন সিনিয়র নেতারা রওশন এরশাদের পক্ষে প্রকাশ্যে এসেছেন। সম্মেলন আহ্বানকারী নেতারা জানান, ইতোমধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক করা হয়েছে কাজী ফিরোজ রশীদকে। দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে বিভিন্ন উপকমিটি। সম্মেলনে সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা থেকে ডেলিগেটরা আসবেন। সম্মেলন সফল করতে গুলশানের নিজ বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন রওশন এরশাদ। জাপা সূত্র জানায়, বাহ্যিকভাবে রওশন অনুসারীদের তৎপরতা গুরুত্ব না দিলেও বিষয়টি নিয়ে অস্থিরতায় আছেন জি এম কাদের ও তার সমর্থকেরা। সন্দেহভাজন নেতাদের দিকে নজর রাখা হচ্ছে। কথা বলছেন বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে। সম্প্রতি জাপার কাকরাইল কার্যালয়ে রওশন এরশাদ অনুসারীরা প্রবেশ করলে জাপার মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়মিত পার্টি অফিসমুখী হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর