বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রেমবঞ্চিতদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বসন্তবন্দনায় মেতে ওঠেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বসন্ত উৎসব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। একই দিনে ভালোবাসা দিবস হওয়ায় ক্যাম্পাসে প্রেমিকযুগলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাথায় ফুল ও রঙিন সাজে শিক্ষার্থীদের পদচারণে মুখর ছিল প্যারিস রোড, শহীদ মিনার চত্বর, চারুকলাসহ বিভিন্ন চত্বর। তবে যুগলদের উচ্ছ্বাস থাকলেও প্রেমবঞ্চিতদের মনে ছিল হাহাকার। যার পরিপ্রেক্ষিতে দুপুর গড়াতেই বিক্ষোভ করেন প্রেমবঞ্চিত সংঘের নেতা-কর্মীরা। ‘তুমি কে আমি কে : বঞ্চিত-বঞ্চিত, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না হবে না’ স্লোগানে ফেটে পড়েন তারা।

তবে ভালোবাসা দিবস ঘিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এমন বিক্ষোভ কর্মসূচি অতিরঞ্জিত বলছেন কেউ কেউ। এদিন নিজ সংস্কৃতিচর্চাই উচিত বলে মনে করেন তারা।

প্রেমবঞ্চিত সংঘের সভাপতি মোকতাদীর বলেন, ‘আমাদের এ সংগঠনের লক্ষ্য প্রেমের সুষম বণ্টন নিশ্চিত করা। ক্যাম্পাসে একজন একাধিক প্রেম করবে, অন্যজন কিছুই পাবে না তা হবে না। অর্থ, লোভ ও সৌন্দর্যের ওপর ভালোবাসা সত্য।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর