শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মেট্রোরেল চলবে ৮ মিনিট পরপর

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল চলবে ৮ মিনিট পরপর

আগামীকাল থেকে মেট্রোরেলের ট্রিপ ২৬টি বাড়বে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। গতকাল বিকালে রাজধানীর মেট্রোরেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এম এ এন ছিদ্দিক বলেন, বর্তমানে ট্রেনের ট্রিপ ১৫২টি। এতে যাত্রী সংকুলান না হওয়ায় ট্রেন চলাচলের ট্রিপ ২৬টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ট্রেনের ট্রিপ বাড়ানোর ফলে আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার থেকে ট্রেনে ট্রিপ হবে ১৭৮টি। পাশাপাশি ট্রেন ছাড়ার সময় বা হেডওয়ে ২ মিনিট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, নতুন সময়সূচি অনুসারে পিক আওয়ারে ৮ মিনিট পর পর ট্রেন ছাড়া হবে। বর্তমানে পিকঅ্যাওয়ারে ১০ মিনিট অন্তর এবং অফপিক অ্যাওয়ারে ১২ মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাচ্ছে। তিনি জানান, রমজান শুরু হলে ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে। সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পরে ব্রিফিং করে তা জানিয়ে দেওয়া হবে।

ঘুড়িতে চলাচল বিপর্যয় : এদিকে মেট্রোরেলের লাইনে ঘুড়ি আটকে আবারও এক ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে গতকাল। এর আগে বুধবারও একই ঘটনা ঘটেছিল। মেট্রোরেলের যাত্রীদের মাঝেমধ্যেই এ ধরনের জটিলতায় পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এর আগেও গত বছর ফেব্রুয়ারি মাসে ঘুড়ি আটকে যাওয়ার কারণে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। যার জন্য মেট্রোরেলের লাইনের দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের কিছু ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, উপরোক্ত ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজনের বয়স কম হওয়ায় পরিবারের লোকদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে ঘুড়ি বিক্রি ও ওড়ানোর দায়ে আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে কোম্পানি আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে ৭ হাজার ঘুড়ি জব্দ করা হয়েছে।

 

সর্বশেষ খবর