শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ৬৯ কর্মী

♦ আগামী শুক্রবার যাবেন আরও ৫০ জন ♦ বৈধ পথে অর্থ পাঠানোর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

সম্পূর্ণ বিনা খরচে কাজ নিয়ে চতুর্থ ব্যাচে মালয়েশিয়া যাচ্ছেন ৬৯ জন কর্মী। আজ সকাল ৮টায় তারা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর এই কর্মসূচি বাস্তবায়ন করছে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব কর্মীর পাসপোর্ট, ভিসা ও বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দেওয়ার সময় এসব তথ্য জানান বায়রার সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার মো. রুহুল আমিন স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এমডি ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। সচিব মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে। এটা জিরো কস্ট মাইগ্রেশন। তাই সরকার নির্ধারিত ফি’র বাইরে কাউকে অতিরিক্ত অর্থ দেবেন না। কেউ অতিরিক্ত অর্থ নিয়ে থাকলে তাদেরও বিষয়ে অভিযোগ দেওয়ার আহ্বান জানান সচিব। তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অতিরিক্ত অর্থ নিয়ে থাকে, সে বিষয়ে আমাদের জানান। আমরা অবশ্যই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। স্বাগত বক্তব্যে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার মো. রুহুল আমিন স্বপন বলেন, আপনারা যারা বিনা পয়সায় যাচ্ছেন কোম্পানির নিয়ম-কানুন মেনে চলবেন। বৈধপথে দেশে অর্থ পাঠাবেন। এই কর্মসূচিতে কোনো কর্মীর একটি পয়সাও খরচ হচ্ছে না। আগামী শুক্রবার আরও ৫০ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়ার নিয়োগ কর্তা সব খরচ বহন করছেন। বিনা খরচে কর্মী যাওয়ার যে প্রচার-প্রচারণা হয় সেটা আমরা মালয়েশিয়ায় নিয়োগ কর্তাকে দেই, তারা উৎসাহ পান। আমাদের সহকর্মীরা মোটিভেড হয়। এই উদ্যোগটি আস্তে আস্তে আমাদের সকল পর্যায়ে যেন ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর