শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
দুই সিটিতে জমেছে ভোট

কুমিল্লায় মেয়র পদে চার প্রার্থীর মনোনয়ন বৈধ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন, সাবেক মেয়র এবং বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ১৩ ফেব্রুয়ারি চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গতকাল চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোট কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়েছেন। এ ছাড়া দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত।

 

সর্বশেষ খবর