শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আট বিভাগের ৪৮১ উপজেলার তালিকা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদে এবার চার ধাপে ভোট হচ্ছে। এরমধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৪ মে প্রথম ধাপে ৪৫, দ্বিতীয় ধাপে ১১ মে ৪৪, তৃতীয় ধাপে ১৮ মে ৩৪ ও চতুর্থ ধাপে ২৫ মে ১৪টি উপজেলায় ভোট হবে। গতকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৩৭ উপজেলার চার ধাপে ভোটের তালিকা প্রকাশ করা হয়েছে। এ নিয়ে নির্বাচন উপযোগী ৪৮১ উপজেলা পরিষদের তালিকা দেওয়া হলো।

বুধবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৩৪৪টি উপজেলা ভোটের সময় জানিয়েছিল ইসি। এতে বলা হয় ছয় বিভাগে প্রথম ধাপে ১০৮, দ্বিতীয় ধাপে ১২১, তৃতীয় ধাপে ৭৭ ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট হবে। ইসি কর্মকর্তারা জানান, বিভাগসহ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯৩ উপজেলার ধাপভিত্তিক তথ্য প্রকাশ করা হলো । ১ম ধাপে- ১৫৩, ২য় ধাপে-১৬৫, ৩য় ধাপে-১১১ ও ৪র্থ ধাপে-৫২ উপজেলার নির্বাচন সম্পন্ন হবে; অবশিষ্ট ১২টি উপজেলা পরবর্তীতে নির্বাচনযোগ্য হবে।

সর্বশেষ খবর