শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ছাত্রদল নেতার হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নেত্রকোনা প্রতিনিধি

দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে নেত্রকোনায় পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীকে (৩০) হত্যা চেষ্টায় হাতপায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। বাপ্পী বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে কাতরাচ্ছেন।

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের অনন্তপুর গ্রামে বুধবার রাতে এমন নৃশংস হামলার ঘটনা ঘটে। বাপ্পী নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকার বাসিন্দা ও আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মান্নান মনু প্রফেসরের একমাত্র ছেলে। বাপ্পী আগামীতে নেতৃত্বে ভাইটাল পদ পাওয়ার কথা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। একটি ভিডিওতে মুমূর্ষু ছাত্রদল নেতা মশিউর রহমান বাপ্পীকে সে রাতের ঘটনার বর্ণনায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও তার অনুসারী আনজুল, সোহাগ, কান্দির সুমনসহ ১৫-২০ জন তার ওপর কীভাবে হামলা চালিয়েছে তা জানান। রগ কেটে দেওয়ার নৃশংস ঘটনার দীর্ঘদিন পর পুনরাবৃত্তি ঘটায় জনমনে আতংক বিরাজ করছে। জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়সহ বাপ্পীর স্বজনরা। পুলিশ, স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাপ্পী বুধবার রাতে সদর উপজেলার অনন্তপুর গ্রামের বশির উদ্দিন চিশতির মাজারে ওরস শরীফে অংশগ্রহণ করেন। রাত ১২টার দিকে নিজ বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার হাত ও পায়ের রগ কেটে মাথা, মুখ পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তার চিৎকারে গ্রামের মানুষ আসতে দেখে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নেত্রকোনা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এক পর্যায়ে ঢাকা শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরণ করা হয় তাকে। এ ব্যাপারে অভিযুক্তদের সফঙ্গ কথা বলতে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন জানান, দলের এ ক্রান্তিলগ্নে নিবেদিত কর্মী মশিউর রহমান বাপ্পীর ওপর দলীয় কর্মীদের এমন নৃশংস হামলা লজ্জাজনক। ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন তিনি। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, হামলার বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর