শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হারিয়ে যাওয়া আলম নূর এক যুগ পর ফিরলেন পরিবারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সুনামগঞ্জের ছাতক থেকে এক যুগ আগে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন আলম নূর (৪৬) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বরিশালের উজিরপুর থানা পুলিশ। গতকাল বিকালে তাকে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। আলম নূর সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত ফয়জুর রহমানের ছেলে। সানিয়া খানম নামে তার এক মেয়ে রয়েছে। সে এবার এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানিয়েছেন তার স্বজনরা। উজিরপুর থানার ওসি জাফর আহমেদ জানান, গত বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার উত্তর সাতলা গ্রামে দেলোয়ার খন্দকারের বাড়ির আঙিনায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন এক ব্যক্তি। গ্রাম্য চৌকিদার চোর সন্দেহ করে রাতে বিষয়টি থানায় অবহিত করে। তাৎক্ষণিক ওই বাড়িতে পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে থানায় ধরে নিয়ে আসা হয়। থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার নাম পরিচয় কিছুই বলতে পারেননি। তবে শুধু ছাতক থানার নাম বলে পুলিশকে।

তার পরিচয় পেতে ছবিসহ সুনামগঞ্জের ছাতক থানায় ই-মেইল করে উজিরপুর থানা পুলিশ। এদিকে ওই ব্যক্তিকে দাড়ি চুল কাটানোর ব্যবস্থা করে ভালো খাবারের ব্যবস্থা করেন ওসি। ছাতক থানা থেকে বেড়িয়ে আসে আলম নূরের আসল পরিচয়। এক যুগ আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হন আলম নূর। এ ঘটনায় ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। খবর পেয়ে গতকাল দুপুরে উজিরপুর থানায় ছুটে আসেন আলম নূরের চাচাত ভাই মো. এখলাছ ও মো. আজাদ, ভগ্নিপতি ফজলুর রহমান, ভাগ্নে আবুল হাসান ও ভাতিজা হাবিবুর রহমান। পরিচয় শনাক্ত করার পর বিকাল সাড়ে ৩টার দিকে এক যুগ আগে নিখোঁজ আলম নূরকে তার স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। এ সময় আলম নূরের স্বজনরা উজিরপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর