সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ডিবিতে যে অভিযোগ জানালেন তিশার বাবা

নিজস্ব প্রতিবেদক

অজ্ঞাতনামা পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা মো. সাইফুল ইসলাম। লিখিত অভিযোগে তিনি বলেছেন, ফোনকলে পরিচয় জানতে চাওয়ায় বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি অশুভ ও                 উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ঘটনা যথাযথ তদন্ত ও সুষ্ঠু ব্যবস্থার দাবি জানান তিনি। গতকাল বিকালে তিশার বাবা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি জানান। এ বিষয়ে ডিবিপ্রধান বলেন, তিশার বাবা হঠাৎ করেই আমাদের কাছে এসেছেন। তিনি আমাদের একটা পেপারও দিয়েছেন। তিনি জিডি করেছেন। আমরা সেটা খতিয়ে দেখব। তিশা যাকে বিয়ে করেছেন (মুশতাক), তিনিও আমাদের কাছে এসেছেন। তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনিও এ ব্যাপারে জিডি করে কাগজ আমাদের দিয়েছেন। আমরা তা তদন্ত করব। কারা হুমকি দিয়েছেন- এ ব্যাপারে জানতে চাইলে ডিবিপ্রধান হারুন বলেন, তদন্ত করে আপনাদের জানাব। এদিকে ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর তিশার বাবা বলেন, ডিবির হারুন অর রশীদ আমার অভিযোগ গুরুত্বসহ দেখবেন বলে আশ্বস্ত করেছেন। ওনাদের তদন্তের মাধ্যমে থলের বিড়াল বেরিয়ে আসবে। এ সময় মুশতাকের বিষয়ে তিশার বাবা বলেন, মুশতাক মানসিকভাবে অসুস্থ। সে-ই নানাভাবে হুমকি দিচ্ছে। এর আগেও আমাকে হত্যার হুমকি দিয়েছেন মুশতাক। আমার মেয়ে তিশা তার খালাকে ফোন করে বলেছেন, খন্দকার মুশতাক আহমেদ নানাজনের সঙ্গে ছবি তুলতে বাধ্য করছেন। সেসব দিয়ে ব্ল্যাকমেল করা হতে পারে, সেজন্য তিনি এসব করছেন। পাশাপাশি তিশা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, একটা মেয়ে কতটা জিম্মি হলে বাবা-মায়ের বিরুদ্ধে কথা বলতে পারে! মুশতাক তিশাকে খুব রেস্ট্রিকশনে রাখে, তাকে মোবাইলেও কথা বলতে দেয় না। কথা বলতে দিলে মুশতাক পাশে বসে থাকে। এক দিন আমার স্ত্রী তিশাকে বলছিল, মুশতাকের কাছ থেকে না এলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। জবাবে তিশা বলে, আম্মু আমার অনেক অশ্লীল ছবি মুশতাকের কাছে আছে। ছবিগুলো ফিরিয়ে দিলে লাথি দিয়ে চলে আসতাম। বিষয়টির একটা আইনগত পদক্ষেপ জরুরি। সেজন্য মুগদা থানায় জিডি করেছি, আজ ডিবিতে লিখিত অভিযোগ করলাম। তিশার উদ্দেশে তার বাবা সাইফুল ইসলাম বলেন, আম্মু তুমি আমার কাছে ফিরে এসো, কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়, সেটার আবার লাইনে তুলে সামনে আগানো যায়। তুমি আমার কাছে ফিরে এসো, মুশতাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। গত ১৫ ফেব্রুয়ারি এ দম্পতিকে জ্ঞানপাপী, তরুণ প্রজন্ম ধ্বংসকারী, প্রতারক ও সভ্যতাবিরোধী বলে অভিযুক্ত করে লিগ্যাল নোটিস দিয়েছেন অ্যাডভোকেট মো. তানভীরুল ইসলাম। এর আগে ১২ ফেব্রুয়ারি নিজের ও স্ত্রীর নিরাপত্তা চাইতে ডিবি কার্যালয়ে যান আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি।

সর্বশেষ খবর