মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আয় বুঝে ব্যয় করতে হবে

মইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

আয় বুঝে ব্যয় করতে হবে

রাজস্ব আদায় কম হওয়াকেই চলমান অর্থ সংকটের পেছনে মূল কারণ অভিহিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রাজস্ব জিডিপির আয় বাড়লেও বাংলাদেশে কমছে। জিডিপির অনুপাতে রাজস্ব আয় কমে ৭ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। এই আয় দিয়ে সরকারের   ব্যয় ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে না। এ জন্য রাজস্ব খাতের ব্যাপক সংস্কার দরকার। চলমান পরিস্থিতিতে সরকারকে আয় বুঝে ব্যয় করার পরামর্শ দিয়ে একুশে পদকপ্রাপ্ত এই অর্থনীতিবিদ আরও বলেন, আমরা একদিকে দেখছি রাজস্ব আয় কমছে- অপরদিকে একের পর এক প্রকল্প অনুমোদন হচ্ছে- এ ধরনের পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ করে এসব প্রকল্প চালু রাখাও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সরকারি ঋণের পরিমাণ বেড়ে গেলে এই ঋণের কিস্তি ও সুদ পরিশোধেও ব্যয় বেড়ে যাবে। সেই ব্যয় বাজেট ঘাটতি আরও বাড়িয়ে দেবে।

ড. মইনুল বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেশি হলেও সে অনুপাতে রাজস্ব আয় সবচেয়ে কম। এটি অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। বছর বছর সরকারের ব্যয় বাড়লেও তুলনামূলক আয় বাড়ছে না। এই ঝুঁকি মোকাবিলায় রাজস্ব আয়ে আরও বেশি মনোযোগ দাবি করে প্রফেসর মইনুল হোসেন বলেন, করফাঁকি বন্ধে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিত্তবানদের কাছ থেকে কর আদায় বাড়াতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর